খুনি মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না: খেলাফত মজলিস

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, ভারতে দিল্লিতে মানুষের উপর যে গণহত্যা চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্ব যখন একজন অন্যজনকে সহযোগিতার হাত বাড়ানোর কথা সেখানে দিল্লিতে নরেন্দ্র মোদী রক্তের গঙ্গা বয়ে দিচ্ছে।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ভারতের দিল্লিতে মুসলমানদের উপর চালানো হত্যাযজ্ঞের প্রতিবাদে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে সরকারের পক্ষ থেকে এই গণহত্যার তীব্র নিন্দা জানাতে হবে এবং আক্রান্ত মুসলমানদের সাহায্য করার জন্য ফান্ড গঠন করে সাহায্য পাঠানোর উদ্যোগ নেওয়া হোক ।

 

তিনি বলেন, আমি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ইশারাতেই সেদিন ছাত্র জীবনের ক্যারিয়ার রেখে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খুনি মোদিকে আমন্ত্রণ জানানো বঙ্গবন্ধুর সাথে অবমাননার শামিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খুনি মোদির আগমন জনগণ যেকোনো মূল্যে প্রতিহত করবে। জীবন দিয়ে হলেও জনগণ তাকে বাংলার বুকে পা রাখতে দিবে না।

 

খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক এর সভাপতিত্বে ও জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শাব্বীর আহমাদ, সেক্রেটারি রিফাত হাসান ভূঁইয়া, জেলা সভাপতি মাইদুল ইসলাম, সেক্রেটারি নাঈম ইসলাম, খেলাফত মজলিসের জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসেন, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, ছাত্র মজলিসের জেলা বায়তুলমাল ও প্রচার সম্পাদক আলম আদনান, ফতুল্লা থানা সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

 

 

সমাবেশের শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের হয়ে চাষাঢ়াসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোআর মাধ্যমে শেষ হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com