কুশপুত্তলিকা দাহ, জন্মশতবার্ষিকীতে মোদীকে প্রতিহতের ঘোষণা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: দিল্লিতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেছেন বিক্ষুব্ধ মুসুল্লীরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নগরীর ডিআইটি মসজিদের সামনে বিক্ষুব্ধ মুসুল্লীরা গণহত্যা বন্ধ ও মুসলমানদের উপর নির্যাতনের এভাবেই প্রতিবাদ জানায়।
এর আগে নারায়ণগঞ্জ উলামা পরিষদের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উলামা পরিষদের নগরীর ডিআইটি মসজিদের খতিব ও ইমাম আব্দুল আউয়াল জিহাদের ঘোষণা দিয়ে বলেন, যদি নরেন্দ্র মোদী ভারতে মুসলিম হত্যা বন্ধ করতে না পারে, তবে সারাদেশে আগুন জ্বলবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার বাবার জন্মবার্ষিকী অনুষ্ঠান ঠিকভাবে করতে পারবেন না। যদি এরপরও নরেন্দ্র মোদী বাংলাদেশে আসে, তবে লক্ষ জনতা বিমানবন্দরেই তাকে প্রতিহত করা হবে।
ভারতে মুসলমান নিধনকে ভারতের আভ্যন্তরীন বিষয় বলে উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেন, যখন বাংলাদেশেও এর প্রভাব পড়বে, তখনও এটা আভ্যন্তরীন বিষয় থাকবে।
এসময় আরও বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন কাসেমী, সহসভাপতি মুফতি হারুণ অর রশিদ, মুফতি দেলোয়ার হোসাইন প্রমুখ।