আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি পদে পলাশের মনোনয়নপত্র জমা
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশ আন্তঃ জেলা ট্রাকচালক ইউনিয়ন (রেজিঃ নং বি-১৬৬৫) কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব কাউসার আহাম্মদ পলাশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গাবতলীতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মফিজুল হক বেবুর হাতে তিনি এ মনোনয়নপত্র তুলে দেন।
এসময় আন্তঃ জেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখা ও অন্যান্য শাখার নেতারা তাঁর সঙ্গে ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহসভাপতি ছাদিকুর রহমান হিরু জানান, ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিতরণ করা হয়। বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
তিনি আরও জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষে ওইদিন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩ মার্চ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ৪ মার্চ প্রতীক বিতরণ করা হবে। ২৪ মার্চ রাজধানীর মিরপুর দারুস সালাম গোলারটেক মাঠে ভোটগ্রহণ করা হবে।