প্রয়াত নয়নের জন্য কাশীপুর দেওয়ান বাড়িতে যুবলীগের দোয়া
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের বড় পুত্র প্রয়াত মোছাব্বির আলম নয়নের জন্য কোরানখতম, দোয়া ও মিলাদের মাধ্যমে আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় যুবলীগ নেতা শাহীন আলমের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, প্রয়াত মোছাব্বির আলমের ছোটভাই নাজমুল হাসান সাজন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জহিরুল দেওয়ান, ফরিদ আহম্মেদ, শরীফুল দেওয়ান, রুহুল আমিন।
অনুষ্ঠান তত্ত্বাবধান করেন ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবির।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মমিনুল এহসান।