পিতার প্রয়াণ দিবসে অশ্রুসিক্ত মেয়র আইভি
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পিতার প্রয়াণ দিবসে কবর জিয়ারত করতে গিয়ে অশ্রুশিক্ত হয়ে পড়লেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি। এ সময় তিনি পিতার জন্য মহান আল্লাহর কাছে মাগফেরাত কামনা করেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চুনকার কবরে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ৩৬তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচির শুরু হয়।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য আলী আহাম্মদ চুনকা চিশতিয়া তরিকারও অন্যতম খলিফা।
সকালে আলী আহমেদ চুনকা নগর মিলনায়তনের সামনে থেকে প্রভাতফেরি করে চুনকা ফাউন্ডেশন। পরে মাসদাইর কবরস্থানে সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর আলী আহাম্মদ চুনকার বাসভবন, আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশুভাগ বিদ্যালয়ে আলোচনা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দিনব্যাপী এসব আয়োজনে উপস্থিত ছিলেন-চুনকা তনয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, চুনকার দুই পুত্র মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল ও আহাম্মদ আলী রেজা রিপন প্রমুখ।
আলী আহমেদ চুনকা ১৯৭৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়াররম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৭৭ সালে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।
আলী আহমেদ চুনকার রাজনৈতিক পরিচয়ের বাহিরে বিভিন্ন ধর্মীয় সামাজিক ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন সবার কাছে ‘চুনকা ভাই’। এই পরিচিতি তাকে জননেতার মর্যাদায় অসীন করে। ১৯৮৪ সালে ২৫ ফেব্রুয়ারি ভোরে তিনি পরলোকগমন করেন।