সন্ত্রাসী রুবেল বাহিনী থেকে রক্ষা পেতে চায় মদনপুরবাসী
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেলের বিরুদ্ধে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্ট্যান্ড এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সর্বস্তরের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করছে।
মাদক সম্রাট রুবেল উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বন্দর, আড়াইহাজার, রূপগঞ্জ, মতিঝিল ও রামু কক্সবাজার সহ দেশের বিভিন্ন থানায় ১৯টির বেশী মাদক, চাঁদাবাজি, ডাকাতি হত্যা সহ বিভিন্ন মামলা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দিনমজুর জানান, রুবেলকে চাঁদার টাকা না দেয়ায় তার বাড়ী ঘরে ভাঙচুর চালিয়ে লুটপাট করে নিয়ে যায়।
মাটি শ্রমিক নুর হোসেন জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসী রুবেলের ভয়ে সে পরিবার নিয়ে দীর্ঘ সাত মাস যাবৎ বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। রুবেলের ভয়ে ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
তিনি বলেন, রুবেলের দাবিকৃত চাঁদার টাকা কেউ দিতে অপারগতা প্রকাশ করলে সে তাকে খুনের মামলার আসামি করা হবে বলে হুমকি-ধামকি প্রদর্শন করে। ফলে অনেকে মিথ্যা মামলার আসামি হওয়ার ভয়ে রুবেল বাহিনীকে চাঁদার টাকা পরিশোধ করে।
ভুক্তভোগী এলাকাবাসী স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।