ফতুল্লায় অগ্নিদগ্ধের সাত দিন পর যুবকের মৃত্যু

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাসার ইমনের (২২) মৃত্যু হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি সাহেবপাড়া এলাকার পাঁচ তলা ভবনের নিচতলায় গ্যাস বিস্ফোরণের পর দগ্ধ হন একই পরিবারের আটজন। ঘটনার কয়েক ঘন্টা পর হাসপাতালে নিহত হন নূরজাহান বেগম (৬০)। ওই দিন রাতে মৃত্যু হয় নূরজাহান বেগমের ছেলে কিরণ মিয়ার। আজ তারই বড় ছেলে আবুল বাসার মারা গেলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো তিন জনে।
নিহত কিরণের ভায়রা মোস্তফা খান জানান, দুইজনের মৃত্যুর পর ছয়জন চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে আজ সকালে ইমন মারা গেছে। এছাড়াও ইমনের ছোট ভাই আপনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকগণ।