পাগলা বাজারে ৪ ফার্মেসীকে ৩২ হাজার টাকা জরিমানা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার পাগলা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ ফার্মেসীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।
জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং জেলা পুলিশের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুমের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ইকবাল হোসেন জানান, অভিযানে নিষিদ্ধ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা এবং ড্রাগ লাইসেন্স বিহীন ওষুধ ব্যবসা পরিচালনা করার অপরাধে হৃদয়তারা ফার্মেসীকে ৫ হাজার, জহুরা ফার্মেসীকে ৭ হাজার, মোরশেদ ফার্মেসীকে ৮ হাজার ও নিউ ফার্মেসীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ ওষুধ ধ্বংস করা হয়।