প্রেম ক্ষুধা
আবু নাসির
যখন আমার পেয়েছিলো
প্রেমের অনেক ক্ষুধা,
তোমার কাছে চেয়েছিলেম
একটু খানি সুধা।
চেয়েছিলেম একটু খানি সুর
গাইতে প্রেমের গান,
সুধা বলে খাওয়ালে আমায় বিষ
ইচ্ছা করে বধিতে আমার প্রাণ।
এমন নিষ্ঠুর খেলা খেলে
কি সুখ তুমি পাও?
আবার আড়াল হতে কেন তুমি
প্রেমের বাঁশী বাজাও।
মিষ্টি হাসির মাঝে কেন
হাসো বক্র হাসি,
তুমি জানো তোমার প্রেমে
অকুল সাগরে ভাসি।
দ্বৈত রূপ করিয়া ত্যাগ
প্রেমের রূপে এসে,
ডুবে যাওয়া হাতটি আমার
ধরো ভালোবেসে।
বিষ নাশিতে প্রেম সাগরের
সুধা সিঞ্চন করে,
পান করাও আমারে প্রিয়
প্রেম পেয়ালায় ভরে।
অমর হবো প্রেম জগতে
মরতে চাই না কভু,
এটুকু দয়া করতেই পারো
আমার তুমি প্রভু।