নগরীতে দুই ভবনকে রাজউকের জরিমানা

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নকশা না মেনে ভবন নির্মাণের অপরাধে নগরীর দু’টি নির্মাণাধীন ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুুপুরে নগরীর আলী আহাম্মদ চুনকা সড়কে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াসমীন আক্তারের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে। এসময় রাজউকের অথোরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।

 

শেখ তৌফিকুর রহমান জানান, রাজউকের নকশা না মেনে ভবন তৈরি করায় পালপাড়ার শফিকুল ইসলাম লিটনের মালাকানাধীন ১০ তলা ভবনকে ৭ লাখ টাকা এবং অজিত সাহার ১০ তলা ভবনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। নকশায় ভবন দু’টোতে নিচতলায় গাড়ি পার্কিং এর জায়গা থাকলেও বাস্তবে তা না রেখেই ভবন করা হচ্ছিল।

 

শফিকুল ইসলাম লিটন নারায়ণগঞ্জের প্রখ্যাত শ্রমিক নেতা প্রয়াত আমিনুল সেক্রেটারির ছেলে।

 

ম্যাজিস্ট্রেট জিয়াসমীন আক্তার বলেন, রাজউকের অনুমোদন দেয়া নকশায় শফিকুল ইসলাম লিটনের ১০ তলা ভবনে গাড়ি পাকিং, সামনে-পেছনে খোলা জায়গা রাখার কথা। কিন্তু ফাঁকা জায়গা রাখেননি, গাড়ি পার্কিং এর জায়ড়া নেই। এমনকি তিনি উল্টো আবাসিক ওই ভবনে সামনে দোকান-ঘর নির্মাণ করেছেন।

 

অন্যদিকে অজিত সাহার ১০ তলা ভবনের অনুমোদন দেয়া হয়েছে আবাসিক ভবন হিসেবে কিন্তু তারা ভবনটি তৈরি করছে বাণিজ্যিক হিসেবে। সেখানে স্টিলের স্ট্রাকচার করা হয়েছে। যা নকশা বহির্ভূত।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com