মাতৃভাষা দিবসে স্মাইল নারায়ণগঞ্জ শাখার শ্রদ্ধা নিবেদন
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ভাষা শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল নারায়ণগঞ্জ শাখার মেম্বাররা।
শুক্রবার(২১ ফেব্রুয়ারী) সকালে শহরের কলেজ রোড থেকে র্যালিটি শুরু হয়ে চাষাড়া শহিদ মিনারে সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্মাইলের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মুন্না , কো-অরডিনেটর তারেকুর রহমান , সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শুভ , প্রচার বিষয়ক সম্পাদক আসাদুর রহমান সানি,মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার ভাবনা। এছাড়া এসময় আরও উপস্থিত ছিল স্মাইল নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং রূপগঞ্জ শাখার সক্রিয় সকল সদস্যগণ ।