মাতৃভাষা দিবসে যুবলীগ নেতা আনোয়ারের শ্রদ্ধা

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডডটকম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

 

 

এক শুভেচ্ছা বার্তায় আনোয়ার হোসেন বলেন, পৃথিবীতে বোধ করি বাঙালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন। আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে। তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়; এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com