একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় ঢল

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরেই নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে নারায়ণগঞ্জবাসীর। প্রথম প্রহরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। এরপর পুলিশ সুপার মো: জায়েদুল আলম।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন।

 

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

পরে মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ, বিএনপি, যুবলীগ, যুবদল, ছাত্রলীগ, ছাত্রদল নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷ এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান৷ শ্রদ্ধা জানান সর্বস্তরের সাধারণ জনগণ৷

পরবর্তীতে জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com