ইমামদের উদ্দেশ্যে খান মাসুদ- ‘ইসলামের সঠিক কথাগুলো তুলে ধরুন’
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে নুরুন্নাহার আদর্শ মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে কবর বাসীর রূহের মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) বন্দর কলাগাছিয়া ইউনিয়নের বালুরচর তমোদরদী এলাকাস্থ বালুর মাঠ প্রাঙ্গণে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।
মাদ্রাসার সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, বিশিষ্ট ইসলামি চিন্তবীদ,মোফাচ্ছিরে কোরআন,হাফেজ মাওলানা মুফতি মাহবুবুল আলম সাঈফী।
অনুষ্ঠানে খান মাসুদ বলেন, ইদানিং দেখা যাচ্ছে ইসলাম নিয়ে হুজুরদের মধ্যে নানা রকম ভেদাভেদ। বিভিন্ন ওয়াজ মাহফিলে একেক হুজুর একেক রকম হাদিস বলে যা আমাদের মতো সাধারণ মুসুল্লিদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই গ্রামরে মানুষ এমনিতে সহজ সরল তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যারা এখানে ওয়াজ করবেন ওয়াজের মাধ্যমে ইসলামের সঠিক কথাগুলো তুলে ধরবেন। যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) ইসলামের সঠিক পথ দেখিয়েছিলেন।
মাওলানা মীর মোঃ জাহিদুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ডাঃ মোঃ আমির হোসেন।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন-বন্দর সোনাকান্দা কিল্লা জামে মসজিদেও ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লা, তমোদরদী বাইতুন নাজাত জামে মসজিদেও ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আবুর হাসান , বালুরচর জামে মসজিদেও ইমাম ও খতিব মাওলানা মুফতি জহির বীন সুলতান, অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মীর মোহাম্মদ আর-আমিন। ওয়াজ মাহফিল অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেছে বালুরচর তমোদরদী পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ নূর হোসেন সরদার।
এছাড়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন-বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল কবির, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ডালিম হাসান, মোঃ হোসেন, জামান, শাহ্ আলম, মিলন, কামাল, জিয়াবুর, বুলবুল, রাজু আহমেদ, নুরুজ্জামান, মোখলেস, নাছির, মামুন প্রমুখ।