কানাইনগর ব্রীজটি যেন মরণফাঁদ!
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার বক্তাবলীর কানাইনগরে একটি ব্রীজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রীজটির এ্যাপোচ সড়কটি দু’পাশেই ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যানবাহন ও যাত্রীদের জন্য ব্রীজটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। যেন কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানান, মাত্র কয়েক মিটারের ওই কালভার্টটি মাঝে-সাঝে দু’য়েকটা গর্ত রয়েছে। কালভার্ট হলেও এলাকাবাসী কানাইনগর ব্রীজ বলেই চিনে। কালভার্টটির দু’পাশের এ্যাপোচ সড়কের বেহাল দশার কারণে এটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে বক্তাবলী থেকে দক্ষিণের গ্রামগুলোতে যাতায়াতকারী কয়েকটি গ্রামের যাত্রীদের কাছে এটি এখন মরণফাঁদ।
এ বিষয়ে বক্তাবলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য রাসেল চৌধুরী বলেন, আমি যতোটুকু জানি, ব্রীজটি ঠিক আছে। দু’পাশের এ্যাপোচ সড়কের অবস্থা খারাপ। শুনেছি, লক্ষ্মীনগর থেকে কানাইনগরের ওই সড়কের টেন্ডার হয়েছে। কাজ শিগগির শুরু হবে।
সড়কটির কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান এহসান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শাহেদুর রহমান জানান, ওই সড়কের কাজ শুরু হতে হতে আগামী (মার্চ) মাস হয়ে যাবে। এ টেন্ডারের কিছু কাগজপত্র এখনও ঢাকায় রয়েছে। এসব দাপ্তরিক কাজ করতে এ মাস লেগে যেতে পারে।