৩২ বছর পর ধরা পড়লেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত স্বামী

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: স্ত্রীকে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে ৩২ বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন আব্দুল মতিন (৫৫) নামের এক ব্যক্তি। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ায় ঝাউকান্দি এলাকার মৃত জিন্নত আলীর ছেলে আব্দুল মতিনকে স্ত্রী হত্যার দায়ে ১৯৯১ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকেই তিনি পালিয়ে ছিলেন।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ওই ইউনিয়নের বদলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম আব্দুল মতিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মতিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 

পুলিশ জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মতিন ১৯৮৮ সালে পারিবারিক কলহের জেরে স্ত্রী জান্নাতকে গলাটিপে হত্যা করে। পরে নিহতের মুখে বিষাক্ত পদার্থ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারের করে। পরে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় সে। জান্নাত হাজীরটেক এলাকার হাজী ফয়েজউদ্দিনের মেয়ে। পরে এ ঘটনায় দায়ের করা হত্যা মামরায় ১৯৯১ সালে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com