সিদ্ধিরগঞ্জে দগ্ধ ৮ জন: মারা গেলেন নূরজাহান
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ হওয়া ৮ জনের মধ্যে নুরজাহান বেগম (৬০) মারা গেছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।
এর আগে সোমবার ভোরে সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অপর সাতজন হলেন- মো. কিরণ মিয়া (৪৫), মো. আবুল হোসেন (২৫), মো. হিরণ মিয়া (২৫), মুক্তা (২০), মো. কাওছার (১৬), আপন (১০) ও লিমা (৩)।
আহতদের স্বজন ইলিয়াস জানান, ঘুম থেকে উঠে সিগারেটের জন্য আগুন ধরালে পুরো ঘর আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে গ্যাসলাইন লিকেজ থেকে আগুন লেগে দুর্ঘটনা ঘটে।