প্রয়াত নয়নের জন্য কাশীপুর আ’লীগের দোয়া
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের জেষ্ঠ্যপুত্র প্রয়াত মোছাব্বির আলম নয়নের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়েছে।
সোমবার (১৭ফেব্রুয়ারি) কাশীপুর খিলমার্কেস্থ তারা মিয়া ম্যানশনে এ আয়োজন করা হয়।
কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আইয়ুব আলীর সভাপতিত্বে দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোমেন শিকদার, সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফি উদ্দিন শফি, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি দুলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সাংগঠনিক হুমায়ন কবির রতন, কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমেদ, ফতুল্লা ইউনিয়ন পরিষদের সচিব রায়হান ভূইয়া কাজল, হাজী উজির আলী স্কুলের অভিভাবক সদস্য সরদার সালাউদ্দিন, ফতুল্লা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, কাশীপুর ইউনিয়ন পরিষদ সদস্য শামীম আহম্মেদ, আওয়ামী লীগ নেতা বশির আলম ফাতু, খবির উদ্দিন খোকন, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান শ্যামল, যুগ্ম সম্পাদক এমদাদুল হক খোকা, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন অপু, আমির হোসেন, জুয়েল হোসেন।
অনুষ্ঠানে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রয়াত নয়নের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন-দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ আশরাফী।
প্রসঙ্গত গত ৬ জানুয়ারি মাত্র ৪৫ বছর বয়সে ইন্তেকাল করেন মোছাব্বির আলম নয়ন।