১৫ ফেব্রুয়ারিকে ‌ ‌’নারায়ণগঞ্জ দিবস’ ঘোষণার দাবি

নগর প্রতিনধি, প্রেসবাংলা২৪ডটকম: ১৫ ফেব্রুয়ারিকে ‌ ‌নারায়ণগঞ্জ দিবস’ ঘোষণা ও সরকারীভাবে দিবসটি পালনের দাবি জানানোর মধ্য দিয়ে জেলার জন্মদিন পালন করেছে সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপ-নারায়ণগঞ্জস্থান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলার ৩৬তম জন্মদিন পালর করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর হুসাইন স্মিথ, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, দৈনিক যুগান্তরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহম্মেদ, দ্যা ওয়ান রেস্টুরেন্টের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মো. আলামিন ইকবাল, ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থানের এডমিন আরফীন রওশন হৃদয়, রেজাওয়ান আমীন, মডারেটর সোনিয়া ও গ্রুপের সদস্যরা।

 

তারা বলেন, একটি ফেসবুক গ্রুপ হিসেবে নারায়ণগঞ্জস্থান গ্রুপ খুব ভালো কাজ করছে। তবে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ক্ষেত্রেও অবদান রাখলেও নারায়ণগঞ্জের মানুষ উপকৃত হবে। বর্তমানে মাদকের উপদ্রোব সবচেয়ে বেশি। আমরা মনে করি, নারায়ণগঞ্জস্থান গ্রুপ মাদক সচতনতায় যদি অবস্থান রাখতে পারে এবং একটি সন্তানকে যদি আমরা মাদক মুক্ত করতে পারি সেটিই হবে আমাদের বড় কৃতিত্ব।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com