সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার খুনিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুভ (১৮) নামে এক মটর শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হওয়ার পর খুনিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ পালন করেছে তার সহকর্মী ও এলাকাবাসী ।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিহত শুভর মা শাহনাজ বেগম বাদি হয়ে ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেফতার করেছে।

 

শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ীর পিছনে গলির রাস্তায় জনি ও আনিসসহ কয়েকজন শুভ নামে এক মটর শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। কিছু দিন পূর্বে জনির শ্যালক আনিসকে মটর শ্রমিক শুভ পুলিশে ধরিয়ে দিয়েছে সন্দেহে তারা তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যায় শুভ। এ ঘটনায় শুভর মা শাহনাজ বেগম বাদি হয়ে মাদক ব্যবসায়ী আনিস (১৯)কে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হল- জনি (২৮), বিথি আক্তার (২৫), সজিব (১৯), টিটু (২৬) অনিক (১৯), হাসু বেগম (৪০) নজরুল (৪৮), সাকিল (২০) শান্ত (২৩), হৃদয় (১৯), রবিন (১৯), মারিয়া (২০), আতিক (২৫)।

 

এদিকে শুভ হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শুভর মটর শ্রমিক সহকর্মী ও এলাকাবাসী। রবিবার বেলা ৩টায় শিমরাইলের সাজেদা ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নিয়ে শিমরাইল উত্তর পাড়া, বৌ-বাজার এলাকা হয়ে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সামনে প্রদক্ষিণ করে শিমরাইল ইউটার্ণ এলাকায় শেষ করে। এসময় তারা শুভথর হত্যাকারীদের ফঁাসির দাবি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

 

মামলার তদন্তকারি কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, মটর মেকানিক শুভ হত্যাকান্ডের ঘটনায় ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অনিক (১৯), মারিয়া (২০) ও তার স্বামী আতিক (২৫)-কে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, খুব দ্রুতই আমরা আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা করছি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com