বাসন্ত বিলাস

আবু নাসির

 

বসন্ত এসেছে দ্বারে ভালোবাসার প্রান্তরে
গেয়ে চলেছে ভালোবাসার গান
প্রাণের উচ্ছাস সজীবতার বিশ্বাস
ফুলে ফুলে নিচ্ছে ভ্রমর ফুলের সুঘ্রান।

কোকিলের কুহু কুহু পাপিয়ার পিউ পিউ
পলাশের যৌবন লেগেছে রঙ্গিন বাহার
চলো চলো ফুল বনে প্রেমের আহবানে
মনে জাগাও প্রেমের সমাহার।

পিক্ কুলের হাট বসেছে বসন্তের গান ধরেছে
আয়রে সুজন শুনবি যদি আয়
শিমুল ডালে লাল ফুলে দেখরে তোরা আগুন জ্বলে
দোয়েল কোয়েল এক সাথে গান গায়।

প্রকৃতি আজ সেজেছে দেখি নতুন রূপে রূপ সেকি!
যৌবন যার উপচে পরছে আজ
আমি পাগল হবো ঘুরে বেড়াবো প্রকৃতির রূপ দেখবো
আনন্দে নাচবো আজ নেই কোন কাজ।।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com