ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজ ডে
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নাগরিকদের সঙ্গে সরাসরি মুক্তমতের অনুষ্ঠান ফতুল্লা মডেল মডেল থানায় ওপেন হাউজ ডে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহম্মদ আব্দুল্লাহ্ আল মামুন।
অনুষ্ঠানে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পরে প্রধান অতিথি সে সকল সমস্যা সমাধানের জন্য অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।