না’গঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের জেল

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ডটকম: নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় রাজিব হাসান (৩৩) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত শেখ রাজিয়া সুলতানা আসামীর অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত রাজিব হাসান সিদ্ধিরগঞ্জের পশ্চিম পাঠানটুলি আইলপাড়া এলাকার জামান মিয়ার ছেলে।
রায়ের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট জাসমীন আহমেদ জানান, ২০১৬ সালের ১২ ডিসেম্বর খানপুর বরফকল মাঠে পাশে চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কের সামনে থেকে একটি বিদেশী রিভলবার ও ৩ রাউ- গুলিসহ তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।