কথা রাখেননি ইউপি সদস্য রাসেল চৌধুরী!

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ‘আত্মসাৎ করি নাই, এক সপ্তাহে কাজ শুরু হবে’-এমন প্রতিশ্রুতির মাস পেরিয়ে গেলেও বক্তাবলীর রামনগরের একটি কবরস্থানের সংস্কার কাজ শুরু করেননি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য রাসেল চৌধুরী। কবরস্থানের সংস্কারের জন্য বরাদ্দ দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি এ আশ্বাস দিলেও কথা রাখেননি দুই বারের নির্বাচিত এই ইউপি সদস্য।
২০১৭-১৮ অর্থ বছরে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের অধীন সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রামনগরে একটি কবরস্থানের উন্নয়ণের জন্য দুই লাখ টাকা বরাদ্দ হয়। দীর্ঘদিনেও কাজ শুরু না হওয়ায় ওই প্রকল্পের টাকা ইউপি সদস্য রাসেল চৌধুরী আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠে।
ওই অভিযোগ প্রসঙ্গে গত ২২ জানুয়ারি ইউপি সদস্য রাসেল চৌধুরী গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেছিলেন- নানা জটিলতায় প্রকল্প বাস্তবায়ণে দেরি হতে পারে। কিন্তু তাই বলে আত্মসাতের অভিযোগ মেনে নেয়া যায় না। আত্মসাত করি নাই, এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে।
কিন্তু ওই বক্তব্যের একমাস হতে চললেও তিনি বেমালুম ভুলে বসে আছেন। কাজ শুরু তো দূরের কথা তিনি এ বিষয়ে কাউকে কথাও বলতে নিষেধ করেছেন।
স্থানীয়দের দাবি, রাসেল চৌধুরী খুব চালাক প্রকৃতির লোক। পরিস্থিতি ধামাচাপা দিতে তখন সে মিথ্যাচার করেছে। কবরস্থানের টাকা খেয়েও দিব্যি সে মিথ্যাচার করে বেড়াচ্ছে।
কিন্তু তখন এ ব্যাপারে কবরস্থান কমিটির সভাপতি রুহুল আমিনের অভিযোগ করেছিলেন, রাসেল মেম্বার আমাকে বলেছে, ‘আপনি কাজ শেষ করেন, টাকা দিয়ে আসবো।’ মাঝখানে ওয়াল নির্মাণের কাজ মাঝপথে বন্ধ হয়ে গেলে মেম্বারের কাছে টাকা চাইলে সে টাকা দিতে গড়িমসি করে। শেষ পর্যন্তই বাধ্য হয়ে এলাকাবাসীর কাছ থেকে টাকা তুলে কাজটি শেষ করি।
অন্যদিকে বরাদ্দ দেয়ার সত্যতা স্বীকার করে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেন, দুই বছর আগে বরাদ্দ দিয়েছি এখনো কাজ হয়নি, এটা দুঃখজনক। অভিযোগ পেয়েছি, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সিড়ি ঘাট নির্মাণের টাকা আত্মসাৎ ও রামনগর গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সিলিং নির্মাণের এবং কানাইনগরে একটি মসজিদের, কানাইনগর কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
নতুন করে কাজ শুরু না করা প্রসঙ্গে ইউপি সদস্য রাসেল চৌধুরী বলেন, কবরস্থান কমিটির সাথে কথা হয়েছে, তাদের সাথে মিলে বড় কাজ করবো।
কিন্তু রামনগর কবরস্থান কমিটির সভাপতি রুহুল আমিন এ বিষয়ে মেম্বারের সাথে কোন হয়নি বলে জানান।