আল জয়নালের বিরুদ্ধে পরোয়ানা
আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: এক আইনজীবীর দায়ের করা মামলায় আলোচিত জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন ওরফে আল জয়নালের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের একটি আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীন বাদীর আবেদন গ্রহণ করে ওই পরোয়ানা জারি করেন।
এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি হত্যার হুমকির অভিযোগ এনে আদালতে মামলার আর্জি করেন এডভোকেট নজরুল ইসলাম মাসুম।
দুপুরে বিবাদীপক্ষের আইনজীবী এড. নুরুন নাহার মায়া আল জয়নালের পক্ষে সময় প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন।
নানা কারণেই আলোচিত আল জয়নাল বিভিন্ন সময় আলোচনায় আসেন। জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষক হলেও হালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। ভূমিদস্যুতাসহ আরও নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।