মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শিব্বিরকে বহিষ্কার

 

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভুইয়া রাজু’র উপর হামলার ঘটনায় সংগঠনের মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি শিব্বির আহমেদকে বহিস্কার করা হয়েছে।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) মহানগর কমিটির সভাপতি মোঃ জুয়েল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

এলাকাবাসী জানায়, হামলায় নেতৃত্ব দেওয়া শিব্বির আহমেদ ও তার ভাই জসিম চার দলীয় জোট সরকারের আমলে বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের ক্যাডার ছিলো। বিএনপির আমলে ক্ষমতার দাপট দেখিয়ে শিমরাইল মোড়ে সরকারী জমি দখল করে মার্কেটও নির্মাণ করেছেন এ দুই সহোদর। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মিটিং-মিছিলে অংশ নিয়ে তারা চলে আসে আওয়ামীলীগের ছায়া তলে। বিএনপির কিছু ক্যাডার নিয়ে গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী।

 

এদিকে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজুর উপর হামলার ঘটনায় ১১ ফেব্রুয়ারি রাতেই শিব্বির আহাম্মেদকে প্রধান আসামী করে মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করা হয়েছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com