বাবুরাইল আজমীরী গলিতে ওরশ কমিটির প্রস্তুতিসভা

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর বাবুরাইল আজমীরী গলিতে ঐতিহ্যবাহী হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি হাসান সানজারি (রাঃ) এর ৬৫তম ওরশ মোবারক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে খানকায়ে দারুল ইস্কে প্রস্তুতি সভায় ওরশ কমিটির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- কোষাধক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, হাজী জাহাঙ্গীর আলম, ইমামুল হাসান স্বপন প্রমুখ।

 

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, সাতদিন ব্যাপী ওরশ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বাদ জুম্মা তরিকার পতাকা উত্তোলন করে ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি পহেলা রজ্জব তারিখ থেকে ওরশের কার্যক্রম যথারীতি পূর্বে ন্যায় অনুষ্ঠিত হবে।

 

প্রস্তুতিসভায় আলী আহমেদ চুনকা, জামির আহমেদ জমু, আমিনুল ইসলাম,সদ্য প্রয়াত সভাপতি আলমাস আলী সরদার সহ সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়।

 

ওরশ মোবারক সফল করতে সকল আশেকান ও ভত্তবৃন্দের সহযোগীতা কামনা করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com