না’গঞ্জে মাদক মামলায় দুই যুবকের দশ বছরের জেল

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে ইয়াবা মামলায় দুই যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

 

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা দণ্ডিতদের অনুপস্থিতিতে এ রায় দেন।

 

দণ্ডিতরা হচ্ছেন-ফতুল্লার কাশীপুর ফরাজীকান্দা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে নুর আলম পান্টু ও পশ্চিম দেওভোগ সৈয়দ আলী ভিলার ভাড়াটিয়া রতন চন্দ্র দাসের ছেলে রিপ্ত চন্দ্র দাস।

 

 

ওই আদালতের পিপি জাসমীন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর পাইকপাড়া বড় মসজিদ এলাকা থেকে দ-িতদের ৭শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। আদালতে তাদের দোষ প্রমাণিত হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com