দুপুরে ঘোষণা সন্ধ্যায় স্থগিত: আ’লীগের সংগঠনে উপদেষ্টা বিএনপি নেতা!
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিএনপি নেতাকে উপদেষ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে উঠা আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের সংগঠন-বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম (বোট) ফতুল্লা থানা কমিটি গঠনের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তা স্থগিত করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ৮ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
কিন্তু বিপত্তি বাধে ঘোষিত কমিটির উপদেষ্টাদের নিয়ে। ওই কমিটির প্রধান উপদেষ্টা করা হয়-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীকে। পাশাপাশি ওই কমিটিতে উপদেষ্টা রাখা হয় ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুকে। বিষয়টি সংগঠনের কয়েকজনের নজরে আসামাত্র তারা প্রতিবাদ করেন।
তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেই এর প্রতিবাদে সক্রিয়া হয়ে উঠেন। আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনে বিএনপি নেতাকে উপদেষ্টা করার বিষয়টিতে তারা বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন, নূন্যতম সাংগঠনিক জ্ঞান থাকলে এমন কাজ করা সম্ভব নয়। এসব নেতাদের জন্য দলের ভেতরে অনুপ্রবেশকারীরা সহজেই ঢুকে দলের ক্ষতি করছে। বিএনপি নেতাকে সংগঠনে স্থান দেয়ার পেছনে একটি দুরভিসন্ধি কাজ করেছে।
অন্যদিকে বুধবার সন্ধ্যায় কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন অনলাইন আওয়ামী টিম জেলা কমিটির সভাপতি রাশেদুল হক রাসেল।
বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুকে কমিটিতে উপদেষ্টা রাখার প্রসঙ্গে রাশেদুল হক রাসেল বলেন, সে (মনিরুল আলম সেন্টু) বিএনপির কোনো নেতা না। সে বর্তমানে কোনো দলের অন্তর্ভুক্ত নয়, তাকে শুধুমাত্র কুতুবপুরের চেয়ারম্যান ও সমাজকর্মী হিসেবে প্রস্তাব করা হয়েছে। বিষয়টা আমরা খতিয়ে দেখছি। যদি সংগঠনের পরিপন্থী কিছু হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে মীর সোহেল আলী বলেন, এটা যারা করেছেন, আমার ধারণা তারা না বুঝেই করেছেন। যদিও মনিরুল আলম সেন্টু বিএনপির বহিস্কৃত নেতা।
বুধবার দুপুরে সোহেল মাদবরকে আহবায়ক ও আল আমিন বিন কবিরকে সদস্যসচিব করে ফতুল্লা থানা কমিটি ঘোষণা করা হয়। ৮ সদস্যের ওই কমিটিতে যুগ্ম-আহবায়ক করা হয় দীন ইসলাম ও মাসুম মাহমুদকে। কমিটিতে সদস্য করা হয়-শখ জালাল, মো: সায়ের, মোঃ আরিফ ও বিল্লাল হোসেন।
প্রস্তাবিত ওই কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীকে।
কমিটিতে উপদেষ্টা করা হয়-এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন ও ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনকে।