রূপগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে সোয়া ৬ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: শীতলক্ষ্যা নদী ভরাট, দূষণ ও তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় রূপগঞ্জের সাতটি কারখানাকে ৬ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে তিনটি পেপার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং) রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী রূপগঞ্জে চলে এ অভিযান। এ সময় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার, পরিদর্শক আসাদুল কিবরিয়া, মইনুল হক, মো. গফুর উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করেন বিপুল পরিমাণ র্যাব পুলিশ সদস্য।
পরিবেশ অধিদপ্তর জানায়, উপজেলার মাসুমাবাদ এলাকায় অবস্থিত পূর্বাচল পেপার মিলে তরল বর্জ্য শোধনাগার না থাকা এবং শীতলক্ষ্যা দূষণের অপরাধে ৪৬ লাখ ৮৭ হাজার ২০০ টাকা, মিঠাবো এলাকার ইউনুস পেপারকে একই অপরাধে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ২০০ টাকা, অনন্ত পেপার মিলকে ৪৫ লাখ ২১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে এই তিনটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এছাড়া শীতলক্ষ্যা নদীর ৩শ’ বর্গফুট ভরাট করে অবৈধ দখলের অপরাধে হাশেম পেপার মিলকে ৩ লাখ টাকা, শীতলক্ষ্যার ৯৪৫০ বর্গফুট ভরাট করে অবৈধ দখলের অপরাধে মঙ্গলখালী এলাকার সুপার ক্রিস্টার সল্টকে ৯৪ লাখ ৫০ হাজার টাকা, একই এলাকার এসিআই সল্টকে নদীর এক লাখ ফুট ভরাটের অপরাধে এক কোটি এবং মুড়াপাড়া শিবগঞ্জ এলাকার আফজল ফুড প্রোডাক্টকে নদীর ২১ হাজার বর্গফুট ভরাটের অপরাধে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।