বন্দরে পুকুরে মিলল বৃদ্ধের লাশ

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে নিখোঁঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা। রোববার রাতে হড়িবাড়ি এলাকার পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের নাম আলী আজম (৫৪)।

 

তিনি হড়িবাড়ি গ্রামের মৃত হাসমত আলী ডাক্তারের ছেলে।

 

নিখোঁজ ব্যক্তির লাশ পুকুরে বন্দর ও ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরী দল তল্লাসীকালে বিষয়টি আশপাশে ছড়িয়ে পড়লে শতশত নারী পুরুষ পুকুর পাড়ে ভীড় জমায়।

 

এ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, অসুস্থ্য বৃদ্ধ আলী আজম রোববার দুপুরের পর বাড়ি থেকে বের হন। সন্ধ্যা ঘনিয়ে আসলেও তিনি বাড়িতে ফিরেনি। এক পর্যায়ে প্রতিবেশী এক মহিলা পুকুর পাড় দিয়ে হেঁটে যেতে দেখেছেন। পরে পরিবারের লোকজন পুকুরে পড়ে গেছেন এ সন্দেহে প্রথমে জাল ফেলে খুঁজতে থাকেন। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর রাতে থানা পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুর দল পুকুরে তল্লাসী চালিয়ে ব্যর্থ হন। এরপর ঢাকা ফায়ার সার্ভিসের ৩ সদস্য একটি ডুবুরী দল তল্লাসী চালিয়ে রাত সাড়ে ১০ টার দিকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন।

 

পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া ছাড়া রাশ দাফন করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com