ফতুল্লায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

 

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় নারী ও শিশু নির্যাতন মামলায় টিটু (৫১) নামের এক ব্যক্তিকে করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে দাপা ইদ্রাকপুর এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানামুলে তাকে গ্রেফতার করা হয়।

 

টিটু ফতুল্লার ইদ্রাকপুর দাপা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

 

তার স্ত্রী সালেহা বেগমের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে আদালত তাকে গ্রেফতারের আদেশ দেয়।

 

মামলা সূত্রে জানা যায়, ১৯৯২ সালের ১১ সেপ্টেম্বর ইসলামী শরীয়ত মোতাবেক টিটু ও মামলার বাদী বিয়েতে আবদ্ধ হয়। যেখানে দেন মোহর ধার্য্য করা হয় ২লাখ টাকা। পরবর্তীতে তাদের সংসারে তিন কন্যা সন্তান জন্ম নেয়। ২০১৫ সালে বিভিন্ন সময় যৌতুক দাবী করতে থাকে টিটু। প্রথমে ২লাখ টাকা নিজের বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেয়। কিছুদিন গেলে আবারও যৌতুক দাবী করলে বাদীনি দিতে নারাজ হলে তার উপর নির্যাতন শুরু করে। এক পর্যায়ে বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল আদালতে মামলা করেন টিটুর স্ত্রী।

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com