ফতুল্লায় প্রবাসফেরত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার ভুইঘরে নিজ বাড়ি থেকে জসিম উদ্দিন (৪২) নামে প্রবাসফেরত
এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত জসিম উদ্দিন নোয়াখালীর চাটখিল শ্রীনগর এলাকার মৃত নুরুল হক মৃধার ছেলে।
ভুইগড়ে নিজ বাড়িতে তিনি একাই থাকতেন। স্ত্রী ও এক সন্তান গ্রামের বাড়িতে থাকে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, জসিম উদ্দিন দীর্ঘদিন বিদেশ কাটিয়েছেন। কয়েক বছর আগে দেশে ফিরেছেন। আবারো বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন। কিন্তু প্রতারক চক্র তার সেই টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেছে। বিদেশ থেকে ফতুল্লার ভূঁইগড় জমি কিনে পাকা বাড়ি করেছেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের শরীর পচে গেছে। হত্যা করা হয়েছে এমন কোনো আলামতও পাওয়া যায়নি।