না’গঞ্জে মাদক মামলায় যুবকের ৬ বছরের জেল
আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: মাদক মামলায় কাউসার (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত কাউসার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সবুপুর এলাকার ফজলুল হকের ছেলে।
এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জেলা আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. জাসমীন আহমেদ।
প্রসঙ্গত ২০০৮ সালের ৩০ মে দুপুর ১টায় সোনারগাঁ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা টোলপ্লাজার সামনে কাউসারের দেহ তল্লাশী করে তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।