ধর্ষণ করে মোবাইলে চিত্র ধারণ, যুবক গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণের অভিযোগে কাউসার হোসেন ওরফে রাফি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল।এসময় তার কাছ থেকে ভিডিও ধারণকরা মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী।
তিনি জানান, ধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী ও র্ধষক রাফি পাশাপাশি বাড়িতে থাকতো। বিভিন্ন সময় রাফি তাকে প্রেমের প্রস্তাব দিতো। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে। এবং সে চিত্র মোবাইলে ধারণ করে। পরে সে চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হুমকি দিয়ে আবারও শারিরিক সর্ম্পক স্থাপনের চাপ দেয়। পরে কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা র্যাবের শরনাপন্ন হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত রাফি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।