রূপগঞ্জে মুরগীর খামারে অগ্নিকান্ড

 

 

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জের তিন হাজার ব্রয়লার মুরগীসহ তিনতলা টিনসেড খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কায়েতপাড়া এলাকার মাঝিনা নদীর পাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতের আধারে দুর্বৃত্তরা এ অগ্নিকান্ড ঘটিয়েছে দাবি করে বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এ ঘটনায় খামার মালিক রাসেল মোল্লা ।

 

খামারের মালিক রাসেল মোল্লা জানান, তার মালিকানাধীন ফাহমিদা এন্টার প্রাইজ নামে একটি ব্রয়লার মুরগী ফার্মে বিগত ৮ বছর ধরে ভাড়া নেয়া জমিতে ৩ তলা টিনসেড ভবন করে মুরগী উৎপাদন ও বিক্রয় ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো রোববার রাত ১২টার দিতে ঘুমাতে যান। তিনি স্থানীয়দের কাছে জানতে পারেন তার খামারের আগুন লেগেছে। রাসেল মোল্লা তার খামার আগুনে পুড়তে দেখে কাঞ্চন ফায়ার সার্ভিসকে খবর দেন।

 

তিনি কাঞ্চন ব্রীজ থেকে রূপগঞ্জ আসার পথে রাস্তায় সমস্যা থাকায় সময়মতো তারা ঘটনাস্থলে পৌছাতে পারেনি। ততক্ষণে তার খামারের সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। এ খামার গড়তে এনজিও আশা, কারিতাস, জননী, একতাসহ বিভিন্ন সমবায় সমিতি থেকে প্রায় ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন। এছাড়া জমি বিক্রির টাকায় এ খামার গড়া হয়েছে। আগুন লেগে খামারে থাকা ৩ হাজার মুরগী, এর খাদ্য, ৩ তলা টিনসেড ভবনসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে রাসেল মোল্লা দাবি করেন। তবে রাতের আধারে দুর্বৃত্তরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার হাবিব মোহাম্মদ সামাদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সঠিক সময়ে রওনা হই। কিন্তু ডেমরা কালীগঞ্জ সড়কের জাঙ্গীর এলাকার সড়কে ভাঙ্গা থাকার কারণে ঘটনাস্থলে পৌছঁতে দেরী হয়। ততোক্ষণে খামারের বেশিরভাগ অংশ পুড়ে যায়। অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে কাউকে জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com