মাদক বিষধর সাপের মত: বাবু
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন, মাদক বিষধর সাপের বিষের মতো। যার ছোবলে নারী পুরুষ কেউ নিরাপদ নয়। যুব সমাজকে মাদক মুক্ত করতে সকলের সম্মলিত প্রয়াস প্রয়োজন।
রোববার (৯ ফেব্রুয়ারী) বিকালে নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও অন্যান্য অপরাধ বিরোধী বিট পুলিশিং ও উঠান বৈঠকে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবু বলেন, ধূমপান বিষপান। তারপরও কি সিগারেট পান করা কমানো সম্ভব হয়েছে? অামরা নিজেরা সচেতন না মাদক নিমূর্ল সম্ভব না। পাইকপাড়ায় যুবকরা একটি ক্লাবের মাধ্যমে প্রতি সপ্তাহে সপ্তাহে অভিযান চালায়।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমার এমন ভোটারদের ভোট প্রয়োজন নেই যারা মাদকের সঙ্গে জড়িত। আশপাশের মাদক ব্যবসায়ীদের পরিচয় আমাকে অথবা পুলিশকে জানাবেন। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাদক সেবীদের উদ্দেশ্য তিনি বলেন, যে ঘরে একটি মাদক সেবী আছে সে ঘর জাহান্নাম। যদি আপনারা ভালো হতে ফিরে আসতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিজস্ব অর্থায়নে রি-হ্যাবে দিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনবো।
সভাপতির বক্তব্যে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, প্রতিটি বাবা-মায়ের খেয়াল রাখতে আপনার সন্তান কোচিংয়েরর নামে অন্য কোথাও গেলো কিনা? আমাদের সন্তানরা মাদক থেকে নিরাপদ থাকলে সমাজটা নিরাপদ থাকবে। যদি তথ্য দিয়ে সহযোগীতা করেন, শতভাগ সহযোগীতা করবো।
বাড়ির মালিকদের উদ্দেশ্যে ওসি বলেন, সিসি ক্যামেরা ব্যবহার করলে অনেক নিরাপদ থাকা যায়। প্রতিটি বাড়িতে সিসি ক্যামারা ব্যবহার করুন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন-সদর মডেল থানার ওসি (অপারেশন) আব্দুল হাই, ওসি (তদন্ত) জয়নাল আবেদীন, প্রত্যাশা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সারোয়ার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর, মুক্তিযোদ্ধা বাদল হাজী, মুক্তিযোদ্ধা ইকবাল, এসবি স্যাটালাইট ক্যাবলের ব্যবস্থাপনা সম্পাদক এমআরকে রিয়েন, রিয়াদ হাসান প্রমুখ।