প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য পাকড়াও

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১১ এর একটি দল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নরসিংদী জেলার বেলাবো থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা প্রত্যেকের বয়স ১৭ বছরের নিচে।

 

পরে বিকালে এক তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন র‌্যাব কর্মকর্তারা।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়- গ্রেফতারকৃতরা নরসিংদী জেলার বেলাবো থানার বিভিন্ন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তারা ছদ্মনামে ‘রেজাল্ট পরিবর্তন’, ‘ভিপি খান’, ‘প্রিন্স খাঁন’, ‘আক্তার খাঁন’, ‘প্রিন্স নিলয়’, ‘মায়াবী পলক’, ‘রোহান চৌধুরী’ নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে। পরে চলমান এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্ন দেবার নাম করে বিভিন্নরকম পোস্ট দেয়। তাদের পোস্টে প্রলুব্ধ হয়ে পরীক্ষার্থীরা তাদের ইনবক্সে যোগাযোগ করে। পরে তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয় তারা।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com