না’গঞ্জে এসএসসি’র তৃতীয় দিনে অনুপস্থিত ১২৩
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ছিলো ১২৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১০২ জন, দাখিলে ১১ জন এবং ভোকেশনালে ১০ পরীক্ষার্থী অনুস্থিত ছিলো।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসির ইংরেজি ১ম পত্র, দাখিল আরবি ১ম পত্র এবং ভোকেশনাল ইংরেজি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিস তথ্যমতে, নারায়ণগঞ্জ জেলার ৪৪ কেন্দ্রে বৃহস্পতিবার পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১ হাজার ৩০৭জন পরীক্ষার্থী। যার মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী।
পরীক্ষায় এসএসসির মোট পরীক্ষার্থী ২৭ হাজার ৪৯৩ জন। যার মধ্যে উপস্থিত ছিলো ২৭ হাজার ৩৯১ জন এবং অনুপস্থিত ছিলো ১০২ জন পরীক্ষার্থী।
দাখিলে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪৫৪ জন। যার মধ্যে উপস্থিত ছিলো ২ হাজার ৪৪৩জন এবং অনুপস্থিত ছিলো ১১ জন পরীক্ষার্থী।
ভোকেশনালে মোট পরীক্ষার্থী ১ হাজার ৩৬০ জন। যার মধ্যে উপস্থিত ছিলো ১ হাজার ৩৫০জন এবং অনুপস্থিত ছিলো ৬০ জন পরীক্ষার্থী।