জাহাজ শ্রমিক হত্যার ঘটনায় মামলায় আসামী ১০
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে মাহাবুর নামের এক জাহাজ শ্রমিককে হত্যার অভিযোগে ঘটনার ৮দিন পরে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার ও বিআইডব্লিউটিসির শ্রমিক ইউনিয়নের জাকির হোসেন চুন্নুসহ ১০ শ্রমিক নেতাকে আসামী করে মামলা করা হয়েছে। সবুজ শিকদারের বিরুদ্ধে এর আগে চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। মামলার অন্য আসামিরা হলেন-কবির হোসেন, অলিয়ার রহমান, নয়ন, রায়হান, সাইফুল ইসলাম, লিটন হোসেন ও রিপন প্রধান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিহত শ্রমিক মাহাবুরের স্ত্রী বাদী বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগেও নিহতের স্ত্রী গত ৩০ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে গত বুধবার রাতে মাহবুরকে পিটিয়ে হত্যা করা হয়। মাহাবুর তৃতীয় শ্রেণির ইঞ্জিন চালক ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
মাহাবুরের বড় ভাই হাফিজুর জানান, বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় মাহাবুরের ফোন থেকে তাকে জানানো হয়, মাহাবুরের শরীর খারাপ। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মাহাবুরের সঙ্গে থাকা লোকজন জানায়, সে স্ট্রোকে আক্রান্ত হয়েছিল। কিন্তু তার লাশ আলফাডাঙ্গায় এনে গোসল করাতে গিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে পুলিশে খবর দিলে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ থানায় নিয়ে যায় পুলিশ।
হাফিজুর আরও বলেন, ঘটনাস্থলে খবর নিয়ে জানাতে পারি, আসামিদের কাছে মাহাবুর তিন লাখ টাকা পেত। সেই টাকা পরিশোধ করার কথা ছিল বৃহস্পতিবার সকালে। কিন্তু বুধবার রাতেই তাকে হত্যা করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে গতকাল রাতে মামলাটি দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।