শেষ সময়ে লোকজ উৎসবে বাড়ছে দর্শনার্থীদের ভীড়

 

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মাসব্যাপী লোকজ উৎসবের আর মাত্র ৯ দিন বাকি। ফলে শেষ সপ্তাহে এসে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এ মেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। তবে ছুটির দিনগুলোতে ঢল নামে দর্শনার্থীদের। আশা করা হচ্ছে আগামী শুক্র ও শনিবার মেলায় উপচে পড়া ভীড় থাকবে।

 

আবহমান বাংলার লোক ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে গত ১৪ জানুয়ারি থেকে মাসব্যাপী এ উৎসব শুরু হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে এ লোকজ উৎসব। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে এ উৎসব। ৫০ টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে লোকজ উৎসবসহ ফাউন্ডেশনের লোকজ জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করছেন দর্শনার্থীরা।

 

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত এ উৎসবে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থীর আগমন ঘটে। ছুটির দিনগুলোতে বিপুল দর্শনার্থীর চাপে উৎসবের বাইরের রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে আগত দর্শনার্থীসহ স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়।

 

উৎসবে কিশোরগঞ্জের টেরাকোটা, সোনারগাঁয়ের পাটের কারুশিল্প, নাটোরের শোলার মুখোশ, মুন্সীগঞ্জের পটচিত্র, ঝিনাইদহ ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের নকশি পাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি-ঘোড়া, পুতুল ও কাঠের কারুশিল্প, নকিশকাঁথা, মুন্সীগঞ্জের শীতলপাটি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য, সিলেটের মণিপুরি তাঁতপণ্য দর্শনার্থীদের নজর কাড়ে।

এর পাশাপাশি গ্রামীন খেলাধুলা, লোক জীবন প্রদর্শনী ও মনোজ্ঞ লোক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শনার্থীরা।

 

অনেকেই উৎসবে ঐতিহ্যবাহী নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ ও নৌ-বিহার উপভোগ করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com