আলোকিত কাশীপুর’র রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিক্যাল ক্যাম্প শুক্রবার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপ-আলোকিত কাশীপুর’র আয়োজনে মেডিক্যাল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি)।
ওইদিন সকালে কাশীপুর বাংলাবাজারস্থ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় শুরু হবে দিনব্যাপী এ কর্মসূচি। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
গ্রুপের এডমিন শহীদুল ইসলাম খাঁ জানান, অনুষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে যারা আসবেন তাদের প্রত্যেককে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হবে। তবে মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে ফি ধরা হয়েছে মাত্র ২০ টাকা।
অনুষ্ঠানটি সফল করতে তিনি এলাকাবাসী ও গ্রুপের সবাইকে অনুরোধও জানান।