১০০ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার!
আড়াইহাজার প্রতিনিধি , প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ শাহাবুদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, ৩১ জানুয়ারী শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আড়াইহাজার পৌরসভাধিন গাজিপুরা ফিসারী হ্যাচারীর সামনে কাচা রাস্তায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে।
এ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পাইয়া বেশ কয়েকজন দৌড়ে পালানোর সময় পুলিশ সাহাবুদ্দিনকে ধরে ফেলতে সক্ষম হন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট বের করে দেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাহাবুদ্দিন গাজিপুরা এলাকার মৃত ইউসুফ ওরফে ইসার ছেলে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।