কাদিয়ানীদের কাফির ঘোষণা করো : আল্লামা শাহ আহমদ শফি
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করো। তুমি সত্য মুসলমান হলে কাদিয়ারীদের কাফির ঘোষণা করো। নাহলে এদেশ কি হবে আমি জানি না। জিজ্ঞাস করে দেখো, এ বিষয়ে বাংলাদেশের ১৬ কোটি মুসলমান সবাই একমত। তাই তাদের অমুসলিম ঘোষণা করো। তাহলে আমরা তোমার সাথে থাকবো, নাহলে থাকবো না। তোমাকে বারবার জানানো হয়েছে কিন্তু তুমি কর্ণপাত করছো না।
শনিবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলমী মহা সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের নবী হযরত মোহাম্মদ (সঃ) আল্লার শেষ নবী। তাকে যারা নবী মানে না তারা কাফের। আর যারা তাদের কাফের মনে করে না তারাও কাফের। এদেরকে মুসলিম কবরস্থানে কবর দেয়া যাবে না। কাদিয়ারীদের মুসলিম কবরস্থানে দাফন করা যাবে না। তাদের সাথে আত্মীয়তা করা যাবে না। তাদের মেয়েদের বিয়ে করা যাবে না। এরা এদেশে হিন্দু, বোদ্ধ, খ্রিষ্টান হয়ে থাকতে পারবে মুসলিম হয়ে থাকতে পারবে না। এখানে যে সরকারি কর্মকর্তারা আছে তাদের বলছি, আপনারা গিয়ে প্রধানমন্ত্রীকে বলবেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে।
এ সময় আরোও বয়ান করেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, মুফতি আব্দুল বারী, মাইনুদ্দিন আহমেদ, আল্লামা জুনাইদ আল হাবীব, ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ ইবনে হাফেজ্জীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।