না’গঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। প্রধান শিক্ষক ফাতেমা বেগম, জ্যেষ্ঠ শিক্ষক ফারুক হোসেন ও মো. শফিক ছাড়াও অন্য শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের পাশাপাশি এবার তাদের মায়েদের জন্যও পিলো পাসিং খেলার আয়োজন করে। এতে প্রথমস্থান অধিকার করেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জেবা মোবাশ্বিরার মা সুফিয়া আক্তার।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।