শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদ আর নেই

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকমঃ জাতীয় শ্রমিক লীগের সদ্য বিদায়ী সভাপতি শুক্কুর মাহমুদ আর নেই। সোমবার (২৭ জানুয়ারী) রাতে বন্দরের নবীগঞ্জস্থ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মঙ্গলবার বাদ জোহর নগরীর ডিআইটি জামে মসজিদে তার প্রথম জানাজা, পরে বাদ আসর বন্দরেে দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।