সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ আরিফুল হক হাসান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কল্যাণ পরিদপ্তরের পরিচালক এ. বি. এম এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমত উল্লাহ খাঁন, সমাজ সেবক নুর মোহাম্মদ, আলহাজ্ব মোঃ হানিফ, আলী হোসেন, আব্দুর রহিম মুন্সীসহ অন্যান্য শিক্ষক, সাংবাদিক, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় সুধিজন।