প্রয়াত নয়নের জন্য আ’লীগ নেতা শফির দোয়ার আয়োজন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকমঃ ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের বড় পুত্র প্রয়াত মোছাব্বির আলম নয়নের মাগফেরাত কামনায় উত্তর কাশীপুর এলাকায় দোয়া করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বাদ এশা ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফি উল্লাহ শফি এ দোয়ার আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রতন, আওয়ামী লীগ নেতা সরদার সালাউদ্দিন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশির আলম ফাতু, ফতুল্লা থানা ছাত্র লীগের সহ-সভাপতি শরীয়ত উল্লাহ বাবু, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন অপু, খায়ের উল্লাহ সনম প্রমুখ।
নয়নের মাগফেরাত কামনা করে দোয়া করেন মুজদালিফা জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের।