বন্দরে স্বাধীনতা যুবসংঘের শীতবস্ত্র বিতরণ

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে অচ্ছলদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আলীনগর এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন-স্বাধীনতা যুবসংঘ।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে আলীনগর এলাকায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান।
সংগঠনের সভাপতি আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জামান প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন, সমাজসেবক মোহসীনা তানজীম নাহিদ, মোকারম হোসেন কাজল, আওয়ামী লীগ নেতা রবিউল আউয়াল রবি, আব্দুল কাদির প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন-সংগঠনের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, সহসভাপতি মো: ফাহিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক কামরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ পিন্টু, সাংস্কৃতিক সম্পাদক ফরিদ আহমাদ রানা, সমাজকল্যাণ সম্পাদক মো: সাগর আলী, প্রচার সম্পাদক মো: ফারুক ফরাজী ও কার্যকরী সদস্য মো: রফিক।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসচ্ছল নারী-পুরুষকে শীতবস্ত্র হিসেবে চাঁদর তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত ২০০১ সালে বন্দর আলীনগর এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এলাকার উদ্যমী ও মেধাবীদের নিয়ে স্বাধীনতা যুবসংঘ নামে ওই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নানা সেবামূলক কাজ করে আসছে।