চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন মন্ত্রী গাজী

 

প্রেসাবংলা২৪ডটকম: ১২ দিন পর পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমানে করে মন্ত্রী দেশে ফিরেছেন। এ সময় রূপগঞ্জ উপজেলার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ গোলাম দস্তগীর গাজীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভিড় জমান।

 

প্রসঙ্গত, পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তার স্বাস্থ্যের অবনতি হলে গত ১২ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com